Khoborerchokh logo

প্রিন্ট মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন অব বাংলাদেশ (পিমা) এর এজিএম ও গেট টুগেদার ২০২১ অনুষ্ঠিত 74 0

Khoborerchokh logo

প্রিন্ট মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন অব বাংলাদেশ (পিমা) এর এজিএম ও গেট টুগেদার ২০২১ অনুষ্ঠিত

 

প্রিন্ট মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন অব বাংলাদেশ (পিমা) সংগঠণের ২ বছর পুর্তি উপলক্ষে এ্যানুয়াল জেনারেল মিটিং(এজিএম) এবং সকল সদস্যদের নিয়ে গেট-টুগেদার অনুষ্ঠান পিমা’র নিজস্ব অফিস গ্রান্ড প্লাজা (৪র্থ তলা),মগবাজার, ঢাকার অফিস ফ্লোরে ২ এপ্রিল, ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ মেশকাত হোসেনের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে প্রয়াত সদস্যদের প্রতি শোক প্রস্তাব,সভাপতির শুভেচ্ছা বক্তব্য,সাংগঠনিক সম্পাদক এর বক্তব্য,সহ- সভাপতির বক্তব্য, প্রচার সম্পাদকের বক্তব্য, সভাপতির বিশেষ ও সমাপনী বক্তব্য এবং র‌্যাফেল ড্র  সহ সাংগঠনিক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। উপস্থাপক সাঈদ হাসান খান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আল হেলাল, ব্যবস্থাপনা পরিচালক- মাইলস্টোন হোম্স লি.। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন অব বাংলাদেশ (পিমা) এর সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ (দৈনিক ভোরের ডাক), সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল স্বপন (দৈনিক যায়যায়দিন), সি. সহ সভাপতি মোঃ গোলাম সাব্বির হোসেন (দৈনিক সমকাল), সহ সভাপতি- মোঃ মোয়াজ্জেম হোসেন (ঢাকা ট্রিবিউন),মোঃ মহিদুল ইসলাম (নবচেতনা),সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন (আজকালের খবর) ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য সকল সদস্যরা।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com